world population report 2022

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২২

বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা কত? জনসংখ্যার সার্বিক পরিস্থিত কি? এমন সকল প্রশ্নের উত্তরসহ সমমসাময়িক যেকোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গবেষণা বিষয়ক প্রতিবেদন প্রতিবছর প্রকাশ করে থাকে জাতিসংঘ। জাতিসংঘের জনসংখ্যা তহবিল “স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন ২০২২ঃ সিয়িং দ্যা আনসিন” নামে এ বছরের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় হলো – অনিচ্ছাকৃত প্রেগন্যান্সি বিষয়ক সমস্যা নিয়ে সচেতনতা সৃষ্টি।

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২২ঃ সার্বিক পরিস্থিতি

🔰বিশ্বের বর্তমান মোট জনসংখ্যাঃ ৭,৯৫৪ মিলিয়ন
🔰গড় জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১%
🔰গড় জন্মহার (নারী প্রতি) – ২.৪
🔰পুরুষ প্রতি গড় আয়ুঃ ৭১ বছর
🔰নারী প্রতি গড় আয়ুঃ ৭৬ বছর
🔰কন্ট্রাসেপশন সুবিধাপ্রাপ্ত নারী (১৫-৪৯) – ৪৯% (যেকোনো পদ্ধতি)
🔰কন্ট্রাসেপশন সুবিধাপ্রাপ্ত নারী (১৫-৪৯) – ৪৪% (আধুনিক পদ্ধতি)
🔰প্রাথমিক শিক্ষা গ্রহনের হার (২০২০) – ৯১%
🔰বাল্যবিবাহ (২০০৫-২০২০) – ২৬%

আরও পড়ুনঃ
👉বিশ্বের সেরা ১০টি ব্র্যান্ড
👉বাংলাদেশের পাসপোর্ট কতটা শক্তিশালী ?

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনে বাংলাদেশ

🔰বাংলাদেশের মোট জনসংখ্যা – ১৬৭.৯ মিলিয়ন
🔰জনসংখ্যা বৃদ্ধির হার – ০.৯%
🔰গড় জন্মহার (নারী প্রতি) – ১.৯
🔰পুরুষ প্রতি গড় আয়ুঃ ৭২ বছর
🔰নারী প্রতি গড় আয়ুঃ ৭৫ বছর
🔰প্রাথমিক শিক্ষা গ্রহনের হার (২০২০) – ৯৫%

তথ্যসূত্রঃ
১। World Population Dashboard (unfpa.org)
২। SWP Report 2022 | United Nations Population Fund (unfpa.org)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *