পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

২০২২ সাল আমাদের দেশের জন্য একটি স্মরণীয় বছর, কারণ এই বছরের ২৫ জুন উদ্বোধন করা হয় দক্ষিন বাংলার মানুষের বহুল প্রত্যাশিত পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, এবং বিশ্বের ১২২তম দীর্ঘতম সেতু। পদ্মা সেতুর মধ্য দিয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে যা দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে। তাই পদ্মা সেতু নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। চলুন জেনে নেয়া যাক স্বপ্নের পদ্মা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞানঃ প্রশ্নোত্তর

👩🏻‍🏫পদ্মা সেতুর মোট ব্যয় কত?
উত্তরঃ ৩০,১৯৩.৩৯ কোটি টাকা

👩🏻‍🏫পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫ কিলোমিটার

👩🏻‍🏫পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তরঃ ১৮.১০ মিটার

👩🏻‍🏫পদ্মা সেতুর পিলার কয়টি?
উত্তরঃ ৪২টি

👩🏻‍🏫পদ্মা সেতুর স্প্যান কয়টি?
উত্তরঃ ৪১টি

👩🏻‍🏫পদ্মা সেতুর কাজ কবে শুরু হয়?
উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৪

👩🏻‍🏫পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ প্রত্যক্ষভাবে জড়িত জেলা ৩টি- মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর

👩🏻‍🏫পদ্মা সেতু নির্মাণে কোন দেশ অর্থায়ন করেছে?
উত্তরঃ বাংলাদেশ

👩🏻‍🏫পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (চীন)

👩🏻‍🏫পদ্মা সেতু উদ্বোধনের তারিখ?
উত্তরঃ ২৫ জুন ২০২২

👩🏻‍🏫পদ্মা সেতুর শেষ স্প্যান কবে বসে?
উত্তরঃ ১০ ডিসেম্বর ২০২০

👩🏻‍🏫পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ AECOM

👩🏻‍🏫পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর?
উত্তরঃ ১০০ বছর

👩🏻‍🏫পদ্মা সেতুর ওপর লেনের সংখ্যা কত?
উত্তরঃ ৪টি

👩🏻‍🏫পদ্মা সেতুতে ব্যবহৃত স্টিলের পাইলের সংখ্যা কত?
উত্তরঃ ২৯৪টি

👩🏻‍🏫সেতুতে স্থাপিত বাতির সংখ্যা কতটি?
উত্তরঃ ৪১৫টি

👩🏻‍🏫পদ্মা সেতুর নিরাপত্তায় প্রতিষ্ঠিত সেনানিবাসের নাম কি?
উত্তরঃ শেখ রাসেল সেনানিবাস (জাজিরা, শরিয়তপুর)

আরও পড়ুনঃ
👉বিভাজ্যতা জানার শর্টকাট নিয়ম
👉বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২

প্রশ্ন ১ঃ পদ্মা সেতু বাঁকা কেন?

এক কথায় বললে দুর্ঘটনার ঝুঁকি কমানোর উদ্দেশ্যে পদ্মা সেতুর ডিজাইন বাঁকা করে করা হয়েছে। বড় সেতুগুলো সাধারণত আঁকাবাঁকা হয় যা দুর্ঘটনা প্রতিরোধ করে। একটি সেতুকে মূলত তিন ধরনের ওজন বহন করতে হয়ঃ
১।নিজস্ব ওজন
২। যানবাহনের ওজন
৩। নদীর বা প্রাকৃতিক দুর্যোগের চাপ
সেতুতে গাড়ি চলার সময় যে কম্পনজনিত চাপ সৃষ্টি হয় সেতু বাকা হলে সেটা পুরো সেতুতে ছড়িয়ে পড়ে ফলে দুর্ঘটনার ঝুকি হ্রাস পায়।

প্রশ্ন ২ঃ পদ্মা সেতুতে কিভাবে টোল আদায় করা হয়?

পদ্মা সেতুতে আধুনিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় করা হয়। টোল আদায়ের দায়িত্বে রয়েছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন। তারা সেতুর দুই পাশে মোট ১৪টি বুথ বসিয়েছে। এক্ষেত্রে মহাসড়কে চলাচলকারী গাড়ির মালিকদের ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট অথবা রকেট একাউন্ট থাকতে হবে। রকেট একান্টটি নেক্সাস-পে অ্যাপে নিবন্ধিত থাকলে ইলেকট্রনিক টোল দেয়ার সুবিধা পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *