নোবেল পুরস্কার ২০২১

এখন পর্যন্ত বিশ্বের সবথেকে সম্মানজনক পুরস্কারের নাম – ‘নোবেল’। সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে তাদের অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ক্রোনার। বর্তমানে মোট ছয়টি বিসয়ে এ পুরস্কার দেয়া হয়-

১। চিকিৎসা৪।রসায়ন
২। শান্তি৫। পদার্থ
৩। সাহিত্য৬। অর্থনীতি

নোবেল পুরস্কার ২০২১ এর পুরস্কারপ্রাপ্তদের নিয়ে আমাদের এই আয়োজন।

নোবেল পুরস্কার ২০২১

নোবেল পুরস্কার ২০২১ঃ গুরুত্বপূর্ণ তথ্য

এ বছরের পুরস্কার ঘোষণা করা হয় ৪ অক্টোবর ২০২১। মোট বিজয়ী ১৩ জন এবং এর মধ্যে ১২ জন পুরুশ ও ১ জন নারী। এ বছরের সর্বকনিষ্ঠ বিজয়ী ডেভিড ম্যাকমিলান (৫৩ বছর) এবং বায়োজেষ্ঠ্য বিজয়ী সুকুরো মানাবে (৯০ বছর)।

আরও পড়ুনঃ

👉বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২১

👉বাজেট ২০২১-২২ সারসংক্ষেপ

বিষয়বিজয়ীঅবদান
চিকিৎসা১। ডেভিড জুলিয়াস
২। আর্ডেম পাটাপুটিয়ান
মানুষের উষ্ণতা এবং স্পর্শের অনুভুতি বুঝতে পারার রিসেপ্টর আবিস্কার
পদার্থবিদ্যা১। সুকুরো মানাবে
২। ক্লাউস হাসেলমান
৩। জর্জিও পারিসি
ফিজিক্যাল কমপ্লেক্স সিস্টেম বা জটিল ভৌত ব্যবস্থা নিয়ে গবেষণা
অর্থনীতি১।ডেভিড কার্ড
২। জোশুয়া ডি এংরিস্ট
৩। গুইডো ডব্লিউ ইমবেনস
শ্রমবাজার এবং প্রকৃতিক পরীক্ষা-নিরীক্ষা থেকে কী ধরনের কার্যকারণ সম্পর্ক নিরুপন করা যায়, সে বিষয়ক নতুন অন্তর্দৃষ্টির সন্ধান
সাহিত্যআবদুলরাজাক গুরনাহশরনার্থীদের জীবনের নানা দুখ-দূর্দশার কথা তার লেখনির মাধ্যমে তুলে ধরেছেন
রসায়ন১।বেঞ্জামিন লিস্ট
২। ডেভিড উইলিয়াম ক্রস ম্যাকমিলান
এসিমেট্রিক অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিস্কার
শান্তি১। মারিয়া রেসা
২। দিমিত্রি মুরাতভ
মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ভুমিকা রাখার জন্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *