জাতীয় বাজেট ২০২১-২২ অর্থবছর

প্রতি বছরের ন্যায় চলতি বছরেও যথাসময়ে জাতীয় বাজেট প্রনয়ন করা হয়েছে। এটি বাংলাদেশের ৫০তম বাজেট(অন্তর্বর্তীকালীন বাজেটসহ ৫১তম)। বাজেট ঘোষণা করেন আ হ ম মুস্তফা কামাল। পাস হয় ৩০ জুন ২০২১। এবছর বাজেটের স্লোগান – “জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ।”

নিম্নে জাতীয় বাজেট ২০২১-২১ এর আলোকে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ তুলে ধরা হয়েছে যা বিসিএস, ব্যংকসহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চলুন একনজরে চলতি বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেয়া যাকঃ

জাতীয় বাজেট ২০২১-২২

বাজেট ২০২১-২২ সারসংক্ষেপ

  • বাজেটের আকার – ৬,০৩,৬৮১ কোটি টাকা (জিডিপির ১৭.৫%)
  • অনুদান ব্যতিত রাজস্ব প্রাপ্তি – ৩,৮৯,০০০ কোটি টাকা
  • সার্বিক রাজস্ব প্রাপ্তি – ৩,৯২,৪৯০ কোটি টাকা
  • অনুদান ব্যতিত বাজেট ঘাটতি – ২,১৪,৬৮১ কোটি টাকা
  • সার্বিক বাজেট ঘাটতি – ২,১১,১৯১ কোটি টাকা
  • অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার – ৭.২%
  • অনুমিত মুদ্রাস্ফীতি – ৫.৩%
  • জিডিপির আকার – ৩৪,৫৬,০৪০ কোটি টাকা
  • বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) – ২,২৫,৩২৪ কোটি টাকা
  • মাথাপিছু বরাদ্দ – ৩৭,৩৩৩ টাকা
  • মাথাপিছু ঘাটতি – ১৩,২৭৬ টাকা
  • পরিচালন বাজেট – ৩,৬৬,৬০৩ কোটি টাকা
  • উন্নয়ন বাজেট – ২,৩৭,০৭৮ কোটি টাকা
  • সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত – জনপ্রশাসন খাত
  • কৃষি খাতে ভর্তুকি – ৯৫০০ কোটি টাকা
  • করোনা পরিস্থিতি মোকাবেলায় বরাদ্দ – ১০,০০০ কোটি টাকা

জেনে রাখা ভাল

বাজেট বলতে নির্দিষ্ট অর্থবছরে সম্ভাব্য সরকারি আয়-ব্যায়ের হিসাবকে বোঝায়। ইতিহাসে প্রথম বাজেট ঘোষণা করেন জেমস উইলসন। স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট উপস্থাপন করেন তাজউদ্দিন আহমদ ১৯৭২ সালের ৩০ জুন তারিখে। বাজেটের আকারে বাংলাদেশ বিশ্বে ৬৪তম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *