income tax rate in bangladesh

২০২২-২৩ করবর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার

অর্থ আইন ২০২২ এর তফসিল ২ এ বর্ণিত ২০২২-২৩ করবর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার নিম্নরুপঃ

স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য হার

মোট আয়কর হার
প্রথম ৩,০০,০০০ টাকা০%
পরবর্তী ১,০০,০০০ টাকা৫%
পরবর্তী ৩,০০,০০০ টাকা১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকা১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকা২০%
অবশিষ্ট মোট আয়ের উপর২৫%

করমুক্ত আয়ের সীমাঃ

👨স্বাভাবিক ব্যক্তি – ৩,০০,০০০ টাকা
👩তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ বয়সের করদাতা – ৩,৫০,০০০ টাকা
👨‍🦼প্রতিবন্ধী ব্যক্তি করদাতা – ৪,৫০,০০০ টাকা
👨‍✈️গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা – ৪,৭৫,০০০ টাকা

তবে কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা বেশি হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যেকোনো একজন এ সুবিধা পাবেন।

নূন্যতম আয়করের পরিমাণ

মোট আয়ের পরিমাণ করমূক্ত আয়সীমার অধিক হলে প্রদেয় নূন্যতম আয়করের পরিমাণ নিম্নরুপঃ

এলাকানূন্যতম করের হার
ঢাকা উত্তর ও দক্ষিন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন৫,০০০ টাকা
অন্যান্য সিটি কর্পোরেশন৪,০০০ টাকা
সিটি কর্পোরেশন ব্যতিত অন্যান্য এলাকা৩,০০০ টাকা

করমুক্ত সীমার উর্ধ্বে আয় আছে এমন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ বা বিনিয়োগজনিত রেয়াত বিবেচনার পর প্রদেয় পরিমাণ নূন্যতম আয়করের চেয়ে কম, শূন্য বা ঋণাত্মক হলেও তাকে প্রযোজ্য হারে নূন্যতম কর প্রদান করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *