বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বাংলাদেশের আর্থ-সামিজিক পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে প্রতি বছর প্রকাশ করা হয় অর্থনৈতিক সমীক্ষা। তারই ধারাবাহিকতায় এ বছরও প্রকাশিত হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২। নিম্নে ২০২২ সালে প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্য তুলে ধরা হলো।

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

২০২২ সালে প্রকাশিত আর্থ সামাজিক নির্দেশকসমূহঃ

  • বাংলাদেশের বর্তমান জনসংখ্যাঃ ১৬ কোটি ৯১ লক্ষ
  • জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭%
  • জনসংখ্যার ঘনত্বঃ প্রতি বর্গকিলোমিটারে ১১৪০ জন
  • প্রত্যাশিত আয়ুষ্কালঃ ৭২.৮০ বছর। পুরুষঃ ৭১.২০ বছর ও নারীঃ ৭৪.৫০ বছর
  • প্রতি ১,৭২৪ জনের জন্য ১ জন হারে চিকিৎসক রয়েছে
  • সাক্ষরতার হারঃ ৭৫.২০%
  • বাংলাদেশে ১৫ বছরের উর্ধ্বে মোট শ্রমশক্তি রয়েছে ৬ কোটি ৩৫ লক্ষ (পুরুষঃ ৪.৩৫ কোটি; মহিলাঃ ২ কোটি)
  • দারিদ্রের হারঃ ২০.৫%
  • চরম দারিদ্রের হারঃ ১০.৫%
  • দেশের সর্বাধিক দারিদ্র হার রংপুর বিভাগে এবং সর্বনিম্ন ঢাকা বিভাগে
  • চলতি মূল্যে জিডিপিঃ ৩৯,৭৬,৪৬২ কোটি টাকা
  • স্থির মূল্যে জিডিপিঃ ৩০,৩৯,২৭৩ কোটি টাকা
  • স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হারঃ ৭.২৫%
  • চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়ঃ ২,৮২৪ মার্কিন ডলার
  • বাংলাদেশে মোট ব্যাংক রয়েছেঃ ৬১ টি
  • দেশের সাধারণ মুদ্রাস্ফীতিঃ ৫.৮৩%
  • ২০২১-২২ অর্থবছরে সর্বমোট রেমিট্যান্স আয়ঃ ১৩,৪৩৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। সর্বাধিক রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে (৩,১০৮.৮ মি. মা. ড.)
  • বাংলাদেশে মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছেঃ ১,৩৩,০০২ টি (সরকারিঃ ৬৫,৫৬৬টি, বেসরকারিঃ ৬৭,৪৩৬টি)
  • ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ৩৩,৮৪৩.৪৫ মিলিয়ন মার্কিন ডলার ও মোট আমদানি ব্যয় ৫৮,৭৭৪ মিলিয়ন মার্কিন ডলার
  • এ বছর সর্বাধিক বৈদেশিক সাহায্য এসেছে জাপান থেকে, মোট ১২৭০.৪১ মিলিয়ন মার্কিন ডলার

ভিডিও দেখুনঃ

নিয়মিত তথ্যবহুল লেখা পেতে বঙ্গ-বিক্সের সাথেই থাকুন। ধন্যবাদ

1 thought on “বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২”

  1. Md. Mohir uddin Sheikh.

    Its important to every one to know the economic idexes of the country so that how rapidly Bangladesh is going towards middle income country.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!