জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP27)

বর্তমান বিশ্বের বুর্জোয়া আধিপত্যের পুজিবাদি সমাজের কর্মকান্ডে, সারাবিশ্বে যেভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার এবং কলকারখানার বর্জ্যে পরিবেশ ও প্রকৃতির চরম বিপর্যয় নেমে আসছে। তার ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব ভোগ করছে সারা বিশ্ববাসী। জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর যেসব অপরিবর্তনিয় প্রভাব সৃষ্টি হয়, তা কাটিয়ে উঠতে অভিযোজন নীতি ও পদ্ধতি গ্রহণ করার লক্ষ্যে প্রতিবছর Conference of the Parties বা COP নামে সম্মেলন হয়ে থাকে এবং প্রতিবারই বড় বড় প্রতিশ্রুতির মাধ্যমে শেষ হয়। বাস্তবে এর মাধ্যমে এখন পর্যন্ত পরিবেশ বা প্রকৃতির উন্নয়ন হয় এমন কোনো কাজ পরিলক্ষিত হয়নি। চলুন জেনে নেই প্রতিবছর আয়োজিত বিশ্ব হোমরাচোমরাদের মিথ্যা ও ব্যর্থ প্রতিশ্রুতির এই আয়োজন সম্পর্কে।

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনঃ উৎপত্তি

এই সম্মেলনের গল্প শুরু হয় ১৯৯২ সালে। ৩ – ১৪ জুন, ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিওতে ‘ধরিত্রি’ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে জন্মলাভ করে United Nation Framework Convention on Climate Change (UNFCC). এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় জলবায়ু সংক্রান্ত কাজের অগ্রগতি মূল্যয়নে প্রতিবছর অনুষ্ঠিত হবে UNNCC’র বৈঠক। তারই ধারাবাহিকতায় ১৯৯৫ সাল থেকে প্রতিবছর একটি করে সম্মেলন হয় যা Conference of the Parties (COP) নামে পরিচিত।

গুরুত্বপূর্ণ কয়েকটি জলবায়ু পরিবর্তন সম্মেলন

COP1১৯৯৫ সালে জার্মানির বার্লিনে প্রথম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP 1 অনুষ্ঠিত হয়
COP3১৯৯৭ সালে জাপানের কিয়োটো নগরীতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিখ্যাত “কিয়োটো প্রোটোকল” গৃহীত হয়।
COP15এটি অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। এই সম্মেলনে প্রথমবারের মত Green Climate Fund – GFC গঠনের অঙ্গীকার করা হয়।
COP16.২০১০ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। ধনি দেশগুলো থেকে অর্থ সংগ্রহ করে জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা প্রদানের লক্ষ্যে Green Climate Fund – GFC গঠিত হয়।
COP21.২০১৫ সালে। এই সম্মেলনে প্যারিস চুক্তির খসরা গৃহীত হয়।

COP27 সম্মেলন

২০২২ সালে অনুষ্ঠিত হয় ২৭তম COP সম্মেলন। ৬-২০ নভেম্বর মিশরের আল শেখ নগরীতে ২০০টি দেশের প্রায় ৩০ হাজার মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় COP27। উক্ত সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত ও ঘটনাসমূহ নিম্নরুপঃ

  • ইউরোপিয় ইউনিয়ন “Loss and Damage Fund” নামে একটি তহবিল গঠনের অঙ্গীকার করে
  • G7 ও V20 মিলে Global Shield নামের একটি সহায়তা প্রকল্প গ্রহণ করে।
  • কিছু দেশ বৈশ্বিক তাপ বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা পরিত্যাগ করার চেষ্টা করে, তবে তা এখনো বহাল আছে।
  • বাংলাদেশ, ভারত, নেপাল ও কেনিয়া “অভিযোজন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড – CGA” অর্জন করে।
  • বাংলাদেশের বিশেষজ্ঞগণ ২০২৫ সাল থেকে ক্ষতিগ্রস্থ দেশগুলোতে তাদের তহবিল দ্বিগুন করার প্রস্তাব দেয়।

বিশ্ব নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করা হবে। কিন্ত ২০২০ সাল থেকেই তারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করে আসছেন। এ বছরেও এই বিষয়টির কোনো সমাধান ছাড়াই সম্মেলন শেষ হয়।

মোট কথা এ বছরও প্রতিবছরের মত কোনো ধরনের সুরাহা হয়নি ২৭তম COP থেকে। এই বছরেও ক্ষতিগ্রস্থ গরীব দেশগুলোকে কিছু মিথ্যা প্রতিশ্রুতি আর হতাশা নিয়ে COP সম্মেলন থেকে ফিরতে হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *