বাংলাদেশের পাসপোর্ট কতটা শক্তিশালী

বাংলাদেশের পাসপোর্ট কতটা শক্তিশালী

১৯ জুলাই ২০২২, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি এন্ড পার্টনার্স প্রকাশ করে আন্তর্জাতিক পাসপোর্ট সুচক। সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাংকিং তুলে ধরা হয়। এই তালিকায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের এবং বাংলাদেশের অবস্থান ১০৪তম। চলুন দেখে নেই ১০৪তম অবস্থানে থাকা বাংলাদেশের পাসপোর্ট কতটা শক্তিশালী।

বাংলাদেশের পাসপোর্ট কতটা শক্তিশালী?

কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তার একটা নির্ধারক হচ্ছে আগাম ভিসা ছাড়া ভ্রমন ক্ষমতা। যেমন সবচেয়ে শক্তিশালী জাপানের পাসপোর্টধারী একজন নাগরিক আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি দেশে যেতে পারেন। আবার তালিকায় ১২২তম অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ২৭টি দেশে।

বাংলাদেশের সবুজ পাসপোর্টধারী একজন নাগরিক আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ৪১টি দেশে।

বাংলাদেশী পাসপোর্ট ভিসা ফ্রি কান্ট্রি

বাংলাদেশী পাসপোর্টধারীরা যেসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেনঃ

ভুটানইন্দোনেশিয়াজ্যামাইকা
বাহামাসবার্বাডোসব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
ফিজিডোমিনিকামাইক্রোনেশিয়া
সেন্ট কিটস এন্ড নেভিসগাম্বিয়াত্রিনিদাদ এন্ড টোবাগো
ভানুয়াতুলেসোথোকুক আইল্যান্ড
গ্রেনাডাহাইতিনিউয়ে
সেন্ট ভিনসেন্ট এন্ড দ্যা গ্রেনাডিসমন্সেরাত

যেসব দেশে যাওয়ার পরে ভিসা করতে পারেনঃ

বলিভিয়াবুরুন্ডিকেপ ভার্দে আইল্যান্ড
কমোরো আইল্যান্ডগিনি বাসাউমাদাগাস্কার
মালদিভসমৌরিতানিয়ামোজাম্বিক
নেপালরুয়ান্ডাসামোয়া
সেনেগালসিচিলিসসিয়েরা লিওন
সোমালিয়াতিমুর লেস্তেতোগো
ট্যুভ্যালুউগান্ডা

* এবং শ্রীলংকাতে ই-ট্যুরিস্ট ভিসা নিয়ে ভ্রমণ করতে পারেন।

আরও পড়ুনঃ
👉আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২২-২০২৩

তথ্যসূত্রঃ
১। Henly Passport Index 2022 Q3 (henleyglobal.com)
২। Bangladesh Passport Dashboard | Passport Index 2022 (passportindex.org)
৩। Bangladesh Passport Visa Free Countries List 2022 (visaindex.com)
৪। 41 countries that welcome Bangladesh passport holders without prior visa (dhakatribune.com)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *